AsiaCalling

Home সংবাদ ভারত পাঞ্জাবী সংগীত সবাইকে নাচায়

পাঞ্জাবী সংগীত সবাইকে নাচায়

ইমেইল প্রিন্ট পিডিএফ

 

Download জসবিন্দর সেহগাল

সম্প্রতিক বছরগুলোতে পাঞ্জাবী সংগীত ঘরানা ভাংরা আর্ন্তজাতিকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, প্রথাগত ও মিশ্র যেমন হিপ-হপ, ঘরোয়া, এবং রাগ নির্ভর গানের শ্রোতা সবারই এই গান পছন্দ।

পাঞ্জাবী ভাষায় গাওয়া ভাংরা গানে থাকে নাচ ও  ভালোবাসার কথা।  আবার অনেক গানেই থাকে পাঞ্জাবীদের গৌরব গাঁথা। অশোক মাস্তি একজন ভাংরা মিউজিশিয়ান যিনি প্রথাগত গানের নতুন সংগীতায়জনের জন্য বিখ্যাত।

আমাদের প্রতিনিধি জসবিন্দার সেহগাল এক সংগীত সন্ধ্যায় তার সাথে দেখা করেন।



গানের কথা এরকম, “তুমি সুন্দরী তরুনী, তোমার তনু ও মন সুন্দর, আর তোমার নাচ অসাধারন”

একশো’র ওপরে লোকের ভীড়, যার বেশিরভাগই গানের অর্থ বুঝছে না। এটা পাঞ্জাবী ভাষায় গাওয়া গান, হিন্দিতে নয় কিন্তু তারা সবাই পাগলের মতো নাচছে।

আমি কলেজ ছাত্রীদের একটা দলের সাথে আছি যারা গত একঘন্টা বিরতিহীনভাবে নেচে যাচ্ছে।

তারা বোলছে-“পাঞ্জাবী গান সঞ্জীবনীতে ভরা, ভীষন উদ্যাম।”.....“গায়কের গলাও অনেক সুন্দর, তার পাঞ্জাবী গান শুনলে আমরা নাচতে শুরু করি।”.....“পাঞ্জাবী গান দারুন হিপ হপ, গানগুলো খুবই সুন্দর, আমারা এই গান ভালোবাসি।”

ঢোলের স্ফুলিংগের সাথে এই গান সবাই��ে মাতিয়ে তোলে।

আজকের ইভেন্টের করিওগ্রাফার সুমিত এরোরা, তিনি বোললেন-“ঢোল পাঞ্জাবী লোকগীতির অন্যতম পুরনো বাদ্যযন্ত্র যা আজকের দিনেও অপ্রতিদ্বন্দী, ঢোল ছাড়া কোন বিয়ের অনুষ্ঠান বা কোন উৎসব উজ্জাপিত হয়না।

সুমিত আরো বলছিলেন- “ পাঞ্জাবী গান ব্যপক জনপ্রিয়, লক্ষ্য করলে দেখা যাবে প্রতিটি ভারতীয় ছবিতেই একটা হিট গান থাকে এবং সেটা একটা পাঞ্জাবী গান, সে চ্যালেঞ্জ করে বললো এবং নিশ্চিত করলো পাঞ্জাবী গান ছাড়া একটানা দেড়ঘন্টা কোন গায়ক মাতিয়ে রাখতে পারবে না।

ঐতিহ্যবাহী পোষাকে মঞ্চে আজকের তারকা অশোক মাস্তি ছেলেদের একটি দলের সাথে নাচছে।

পংকজ মঞ্চে নাচছিল, এই মাত্র সে পোশাক পরিবর্তনের জন্য মঞ্চ থেকে নেমে এলো-

পংকজ বললেন-“ আমাদের অনুপ্রেরণা মাইকেল জ্যাকসন এবং যারা নাচছে তাদের সবার প্রেরণাই তিনি। আমরা আমাদের পাঞ্জাবী গানের সাথে হিপহপ, পপ, জ্যাজ সংগীতের সংমিশ্রন ঘটিয়েছি। আমরা পাঞ্জাবী লোকনাচ যেমন ভাংরা এবং অন্যান্য ধ্রুপদী নাচ নাচি কিন্তু আমার পছন্দ হিপহপ।”

কনসার্টের পর আমি অশোক মাস্তিকে আমাদের অনুষ্ঠানে একসাথে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ জানাই।

জসবিন্দরঃ ভদ্র মহোদয় গন আমাদের সাথে  যোগ দিয়েছেন পাঞ্জাবী গানের বিখ্যাত গায়ক অশোক মাস্তি, অশোক পাঞ্জাবী গান সম্পর্কে আমাদের কিছু বলুন।

অশোক মাস্তিঃ পাঞ্���াবী গান অনেক বিস্তৃত একটা বিষয়, পাঞ্জাবী গানের সৌন্দর্যই হলো তার তাল এবং এনার্জি। আমি ছেলেবেলা থেকেই এই গানের সাথে আছি এবং আমি এটা ভালোবাসি। আর এখন পৃথিবী জুড়ে মানুষ এই গান ভালোবাসে //

জসবিন্দরঃ তোমার কন্ঠ অনেক সুরেলা, এর কারন কি?

অশোক মাস্তিঃ আমার মনেহয় এটা আমার শ্রোতাদের এবং আমার বাবা মায়ের আর্শীবাদ এবং স্রস্টার উপহার। তাই চর্চা দিয়ে আমি আমার কন্ঠের যত্ন নেওয়ার চেষ্টা করি এবং কঠোর পরিশ্রম করি এটাকে ঠিকঠাক রাখতে। আজকের দিনে গানের কথায় কোন কাব্য নেই। তিন চার দিন পরেই আপনি গানগুলো ভুলে যাবেন। তাই আমি আমার নিজের প্রকল্পে কাজ করছি। আমি মনে করি গানের কথা যদি সুন্দর না হয় তাহলে এটাকে আপনি স্থায়ীভাবে টিকিয়ে রাখতে পারবেন না।

জসবিন্দরঃ তুমি কি শ্রোতাদের জন্য একটু গেয়ে শোনাবে?

অশোক মাস্তিঃ অবশ্যই

এটা প্রকৃত পাঞ্জাবী গান যেটা সারা পৃথিবীতে জনপ্রিয়। সব মানুষই এর তালে নাচে এবং এই গান পছন্দ করে।

সর্বশেষ আপডেট ( সোমবার, 31 জানুয়ারী 2011 11:28 )  

Add comment


Security code
Refresh